ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি । সংগৃহীত ছবি
ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। শনিবার সকালে জেদ্দা থেকে হংকংগামী বিমানে সমস্যা। ওড়ার কিছু সময়ের মধ্যেই বিমানের উইন্ডশিল্ড-এ ফাটল দেখা দেয়। তড়িঘড়ি পাইলট বিমানের জরুরি অবতরণের জন্য বিমান বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এর কিছু সময়ের মধ্যেই কলকাতা বিমান বন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাঝ আকাশে বাতাসের চাপে বিমানের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। ফলে বিমানটিকে জরুরি অবতরণ করার অনুরোধ করেন পাইলট। বিমানবন্দরের আধিকারিকরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে যে বিমানটি দুপুর ১২টা বেজে ০২ মিনিটে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
সমস্ত বিভাগকে অ্যালার্ট করে রাখা হয় বলেও জানিয়েছেন এক আধিকারিকরা। যদিও সুরক্ষিত ল্যান্ডিংয়ের পর সমস্ত আপাদকালীন পরিস্থিতি সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সৌদি আরব এয়ারলাইন্সের কার্গো বিমানটি মূলত হংকংয়ের উদ্দেশ্যেই রওনা হয়েছিল। কিন্তু কিছুটা যেতেই মাঝ আকাশে বিপত্তি ঘটে! একটি পাখির সঙ্গে ধাক্কার কারণে বিমানটির কাচে চিড় দেখা দেয়। বেশ অনেকটা জুড়েই এই চিড় দেখা যায় ।
বিমানটি রানওয়ে ছোঁয়ার পরই এমারজেন্সি গেট দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের বার করে আনা হয়। কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার উড়ানের সফরে বিপত্তি ঘটেছে।