ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠল
ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠল। বর্ধমান উত্তরের ২০৪ নম্বর বুথের কাছে হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন দিলীপ ঘোষের দুই নিরাপত্তা রক্ষী। একজনের মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
এখানে ২০৪ নম্বর বুথ থেকে অভিযোগ আসছিল বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সকালে উজানা প্রাথমিক বিদ্যালয়ে নিজে গিয়ে এজেন্ট বসিয়ে এসেছিলেন। সেখানেও একই অভিযোগ উঠেছিল। এবারও তাই হয়। অভিযোগ, দিলীপ ঘোষ সেখানে যেতেই তৃণমূলের লোকেরা হামলা চালায়।
এই ঘটনায় দিলীপের সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, সাব ইন্সপেক্টর সুনীল কুমার ও কনস্টেবল রামু প্রমাণ আক্রান্ত হন। তাঁদের মাথা ফাটে, হাতে লাগে। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকী কনভয়ে নিরাপত্তারক্ষীদের যে গাড়ি, তাও ভেঙে ফেলা হয়। অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালও তৃণমূলের লোকেরা ঘিরে রেখেছে। এই ঘটনার পর বর্ধমান জেলায় দলীয় দফতরে যান।