You will be redirected to an external website

June Maliya: জুন মালিয়ার কাছে হারতে হয় অগ্নিমিত্রাকে, মেদিনীপুরও গেল বিজেপির

June-Maliya:-জুন-মালিয়ার-কাছে-হারতে-হয়-অগ্নিমিত্রাকে,-মেদিনীপুরও-গেল-বিজেপির

জুন মালিয়ার কাছে হারতে হয় অগ্নিমিত্রাকে

দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছিল মেদিনীপুরে। হারলেন অগ্নিমিত্রা, আরও একটি জেতা আসনও হারতে হল বিজেপিকে। জুন মালিয়ার কাছে হারলেন অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে বিজেপি হারল মেদিনীপুর লোকসভা কেন্দ্র। যে কেন্দ্রে এতদিন মাটি কামড়ে পড়েছিলেন দিলীপ। ভোটের মুখে কোনও অজানা কারণেই দিলীপকে সরিয়ে দেওয়া হয় এই কেন্দ্র থেকে। 

মঙ্গলবার ভোটের গণনা শুরু হতেই দেখা যায় অগ্নিমিত্রা পাল কিছুটা এগিয়ে। অনেকে মনে করেছিল, হয়ত এ যাত্রায় মেদিনীপুর থেকে গেল বিজেপির। তবে জুন মালিয়ার কাছে হারতে হয় অগ্নিমিত্রাকে। বিজেপি হারতে হয় তৃণমূলের কাছে।

অন্যদিকে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছিল বিজেপি। হেরে যান দিলীপ। কীর্তি আজাদের কাছে হারতে হয় তাঁকে। ফলে একদিকে সাংসদ পদ খুইয়ে দিলীপ এই মুহূর্তে একজন সাধারণ বিজেপি কর্মী। অন্যদিকে মেদিনীপুরও হাতছাড়া পদ্মশিবিরের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-পদত্যাগ-করুন-মোদি-শাহ,জনতা-ওদের-মেরুদন্ড-ভেঙে-দিয়েছে-:মমতা Read Next

Mamata Banerjee: পদত্যাগ করুন মোদ...