You will be redirected to an external website

Air India Flight: বিপুল অব্যবস্থা এয়ার ইন্ডিয়ায়, কর্মী নেই বলে বাতিল বিমান!

Air-India-Flight:-বিপুল-অব্যবস্থা-এয়ার-ইন্ডিয়ায়,-কর্মী-নেই-বলে-বাতিল-বিমান!-

কর্মী না থাকায় বাতিল করে দেওয়া হল এয়ার ইন্ডিয়ার বিমান

পর্যাপ্ত সংখ্যায় কর্মী না থাকায় বাতিল করে দেওয়া হল এয়ার ইন্ডিয়ার বিমান। যার ফলে মাঝরাতে বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হলেন যাত্রীরা।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে দিল্লি থেকে পুণের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই-১৮৫১ বিমানটির। কিন্তু অভিযোগ, রাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করিয়ে আচমকা বিমান বাতিলের ঘোষণা করে দেওয়া হয়। যাঁরা পুণে যেতে চেয়েছিলেন, কী ভাবে তাঁরা সেখানে পৌঁছবেন, তা-ও বলে দেওয়া হয়নি। ছিল না কোনও বিকল্প ব্যবস্থা। এমনকি, বিমান সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী ১ জানুয়ারি পর্যন্ত পুণের আর কোনও বিমান তাঁদের কাছে নেই।

বিমানবন্দরের কর্মীদের কাছে জানতে চান, কখন তাঁদের বিমানে তোলা হবে। উত্তরে জানা যায়, শীঘ্রই বিমানের দিকে এগোতে বলা হবে যাত্রীদের। এর পরে আরও আধঘণ্টা কেটে যায়। পেরিয়ে যায় বিমান রওনা দেওয়ার নির্ধারিত সময়। যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। তাঁদের জানানো হয়, বিমানে পর্যাপ্ত কর্মী নেই। সেই কারণে ছাড়তে দেরি হচ্ছে। ১০টা ৪৫ মিনিটে জানানো হয়, এক জন কর্মী এখনও এসে পৌঁছননি বিমানে। ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, বিমানে কমপক্ষে চার জন কর্মী থাকা আবশ্যক। আরও কিছু ক্ষণ পর আচমকা ঘোষণা করে দেওয়া হয়, বিমান বাতিল করা হয়েছে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-অযোধ্যায়-রাম-মন্দিরে-মেগা-উদ্বোধন,-‘রাম-মন্দির-উদ্বোধনের-দিন-দীপাবলি-পালন-করুন’ Read Next

Narendra Modi: অযোধ্যায় রাম মন্দি...