You will be redirected to an external website

Air India: ট্র্যাক্টরের সঙ্গে বিমানের ধাক্কা! দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী উড়ান

Air-India:-ট্র্যাক্টরের-সঙ্গে-বিমানের-ধাক্কা!-দুর্ঘটনার-কবলে-এয়ার-ইন্ডিয়ার-দিল্লিগামী-উড়ান

দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী উড়ান

বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে যাত্রীদের লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের। সংঘর্ষের জেরে বিমানের ডানা এবং সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এর জেরে পুণে বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পুণে বিমানবন্দরে দিল্লিগামী বিমানটি ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। বিমানে ছিলেন ১৮০ জন যাত্রী। রানওয়েতে টেকঅফের ঠিক আগেই বিপত্তিটি ঘটে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, চলন্ত ট্র্যাক্টরে ধাক্কা মারায় বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে যাত্রী এবং বিমানকর্মী সকলেই নিরাপদে রয়েছেন।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই-৮৫৮ বিমানটি পুণে বিমানবন্দর থেকে বিকেল ৪টের সময় ছাড়ার কথা ছিল। কিন্তু, দুর্ঘটনার জেরে তা নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে ছাড়ে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।যদিও এই ঘটনা সম্পর্কে এয়ার ইন্ডিয়ার তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-মমতার-‘দাম’-বোঝালেন-অভিষেক,-দিলেন-অভিজিৎ-গাঙ্গুলিকে-মোক্ষম-জবাব Read Next

Abhishek Banerjee: মমতার ‘দাম’ বোঝা...