You will be redirected to an external website

Heatwave: দেশে সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় প্রথম দশে এই রাজ্যের দুই

Heatwave:-দেশে-সর্বোচ্চ-তাপমাত্রার-তালিকায়-প্রথম-দশে-এই-রাজ্যের-দুই

মঙ্গলবারেও বৃষ্টির মঙ্গলবার্তা দিল না আলিপুর আবহাওয়া দফতর

মঙ্গলবারেও বৃষ্টির মঙ্গলবার্তা দিল না আলিপুর আবহাওয়া দফতর। বরং মঙ্গলের সকাল থেকে যেন গরমে আরও বেশি হাঁসফাঁস করছে রাজ্যবাসী। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, মে মাসের গোড়ায়ও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলি।

সারা দেশ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বিচার করলে প্রথম দশে স্থান পেয়েছে রাজ্যের দুই। শীর্ষস্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা। সোমবার কলাইকুন্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডা এবং গুজরাতের কান্ডালায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা একই ছিল। সর্বোচ্চ তাপমাত্রায় তার পর রয়েছে অন্ধ্রপ্রদেশের নন্দিয়াল (৪৫ ডিগ্রি), ওড়িশার বারিপদা (৪৪.৮ ডিগ্রি), উত্তরপ্রদেশের প্রয়াগরাজ (৪৪.২ ডিগ্রি), বিহারের শেখপুরা (৪৪ ডিগ্রি), তেলঙ্গানার নিজামবাদ (৪৩.৮ ডিগ্রি), মুম্বইয়ের পানভেল (৪৩.৩ ডিগ্রি)। সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের মালদহ জেলা।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ— দক্ষিণের এই আট জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Sougata-Roy:-জলের-দাবিতে-অবরোধে-আটকাল-গাড়ি,-পথে-নেমে-আশ্বাস-সৌগতের Read Next

Sougata Roy: জলের দাবিতে অবরোধে ...