স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর
গরমে খানিকটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। রবি এবং সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও এখনই গরম থেকে নিস্তার মিলবে না বলেই জানা যাচ্ছে। রাজ্যের কয়েকটি জেলায় আগামী সপ্তাহেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় কবে বৃষ্টি হবে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের ৫ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।