You will be redirected to an external website

দাবাড়ুদের নতুন মঞ্চ ,বাংলার দাবাতে এবার আসতে চলেছে নয়া দিগন্ত !

দাবাড়ুদের-নতুন-মঞ্চ-,বাংলার-দাবাতে-এবার-আসতে-চলেছে--নয়া-দিগন্ত-!

বাংলার দাবা নিয়ে নতুন পদক্ষেপ ! সংগৃহীত ছবি

বাংলার দাবাতে এবার আসতে চলেছে নতুন দিগন্ত। শুধু সময়ের অপেক্ষা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাবাড়ু তুলে আনতে একটি নতুন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তার নাম দেওয়া হয়েছে ‘প্রিমিয়ার চেস লিগ-বেঙ্গল চ্যাপ্টার।’ সারা বাংলা দাবা সংস্থা ও ইভেন্ট ওয়ার্ল্ডওয়াইড নামের এক সংস্থার যৌথ উদ্যোগে ১০ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে।

প্রতিযোগিতার জন্য যে কমিটি হয়েছে তার চেয়ারম্যান হয়েছেন গ্র্যান্ড মাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া। প্রতিযোগিতা হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ২৩টি জেলাকে ৬টি জোনে ভাগ করা হবে। প্রথম পর্যায় খেলার পরে প্রতিটি জোন থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা ১০ দাবাড়ুকে নেওয়া হবে

পরের পর্যায়ে। দ্বিতীয় পর্যায় হবে কলকাতায় ১২ ও ১৩ আগস্ট । আর দ্বিতীয় পর্যায়ে খেলা হবে র‌্যাপিড ও ব্লিৎজ় ফরম্যাটে। ৬টি জোন দলগত ভাবে খেলবে একে অপরের বিরুদ্ধে। সেখান থেকে ৪টি জোন সেমিফাইনালে উঠবে। তার পরে হবে ফাইনাল

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিমানের-শৌচালয়ে-সুখটানের--বিপত্তিতেই-পুলিশের-হাতে-হাতকড়া-পড়লেন-এক-বিমান-যাত্রী-! Read Next

বিমানের শৌচালয়ে সুখটানে...