You will be redirected to an external website

'বুকের প্রতিটি রক্তবিন্দু সঁপে দেব,মমতাকে প্রতিশ্রুতি অখিল ভারত হিন্দু মহাসভার

'বুকের-প্রতিটি-রক্তবিন্দু-সঁপে-দেব,মমতাকে-প্রতিশ্রুতি-অখিল-ভারত-হিন্দু-মহাসভার

মমতাকে প্রতিশ্রুতি অখিল ভারত হিন্দু মহাসভার

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে নবান্নে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির তরফে কোনও প্রতিনিধি পাঠানো হয়নি। তবে রাজভবনে পালিত হওয়া ২০ জুনই যে তারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে চাইছে, সে কথা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাতৃসমা’ বলে সম্বোধন করলেন অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। আর নিজেকে পরিচয় দিলেন ‘ঘরের সন্তান’ বলে। একইসঙ্গে স্পষ্ট করে দিলেন, অখিল ভারত হিন্দু মহাসভা বঙ্গভঙ্গের ঘোর বিরোধী। পৃথক উত্তরবঙ্গের দাবি বিগত কয়েক বছরে বিভিন্ন সময়ে উঠতে দেখা গিয়েছে। শাসক দলের নেতারা তখন অভিযোগ তুলেছেন, এই ধরনের দাবিতে নেপথ্যে প্রচ্ছন্ন মদত রয়েছে পদ্ম শিবিরের। এমন অবস্থায় ‘প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল’ অখিল ভারত হিন্দু মহাসভা নিজেদের অবস্থায় স্পষ্ট করে দিল।

অখিল ভারত হিন্দু মহাসভার তরফে এদিন সর্বদল বৈঠকে জানানো হয়, ১৯৪৭ সালের ১৪ অগস্টের আগেও তারা দেশভাগের বিরোধিতা করেছে। আর এখনও যদি কোনও রাজনৈতিক দল বাংলাকে ভাগ করার চেষ্টা করে, তাহলে আবার বিরোধিতা করবে তারা। সংগঠনের সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বললেন, ‘আমরা যেমন ভারত বিভাজনের বিরুদ্ধে, আমরা বঙ্গ বিভাজনের বিরুদ্ধেও। ভবিষ্যতে নিজের রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে যদি কোনও রাজনৈতিক দল পশ্চিমবঙ্গকে বিভাজন করার চেষ্টা করে, তাহলে অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফে কথা দিয়ে গেলাম বুকের প্রতিটি রক্তবিন্দু আমরা সঁপে দেব।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Imran-Khan-:-জামিন-পাওয়ার-কয়েক-ঘণ্টার-মধ্যে-ফের-গ্রেফতার-ইমরান Read Next

Imran Khan : জামিন পাওয়ার কয়েক ঘ...