You will be redirected to an external website

রবিবার দিনভর হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তির আশঙ্কা

রবিবার-দিনভর-হাওড়া-বর্ধমান-কর্ড-লাইনে-বন্ধ-ট্রেন-চলাচল,-ভোগান্তির-আশঙ্কা

হাওড়া ডিভিশনে দিনভর বাতিল সমস্ত লোকাল ট্রেন

দিনকয়েক আগেই শিয়ালদা মেইন লাইনে কাজ করেছিল পূর্ব রেলওয়ে। ফলে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল শিয়ালদা ডিভিশনের যাত্রীদের। আর এবার সেই ছবিই দেখা যেতে পারে হাওড়া ডিভিশনে। কারণ, রেলের কাজের জন্য রবিবার হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের) সব ধরনের লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 26 মার্চ রাত 12টা 30 মিনিট থেকে রাত 11টা বেজে 30 মিনিট পর্যন্ত অর্থাৎ 23 ঘণ্টাই টাইম টেবিল অনুযায়ী সব ধরনের লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে হাওড়া এবং বর্ধমান রুটে।

রেলের তরফে জানানো হয়েছে, এইচবিসি শাখায় বেলানগর স্টেশনে বর্তমান ইলেকট্রনিক ইন্টারলকিং প্রতিস্থাপনের জন্যই ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। এরফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনে) সমস্ত EMU লোকাল রবিবার বন্ধ করা হয়েছে। এছাড়া একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করেছে পূর্ব রেল। অন্যদিকে, 12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া – ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12321 হাওড়া – মুম্বাই এক্সপ্রেস ব্যান্ডেল – বর্ধমান হয়ে ঘুরপথে যাবে।

এছাড়া, বালি পর্যন্ত মেইন লাইন লোকাল পাওয়া যাবে। অধিকন্তু, যাত্রীদের সুবিধার্থে, ডানকুনি এবং বর্ধমানের মধ্যে কর্ড বিভাগে 08 জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং 02 জোড়া স্পেশাল ট্রেন হাওড়া ও বর্ধমানের মধ্যে কর্ড হয়ে চলবে-

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘চোখের-আলো’-প্রকল্পের-সাফল্য-নিয়ে-টুইট-মুখ্যমন্ত্রীর,'বিনামূল্যে-১৫-লক্ষ-চশমা'-:মুখ্যমন্ত্রী Read Next

‘চোখের আলো’ প্রকল্পের স...