সব পক্ষের সম্মতি মেলার দাবি
প্রাথমিক ভাবে স্থির হয়েছিল আগামী ২৫-২৬ অগস্ট। কিন্তু কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পরবর্তী বৈঠক হতে পারে আগামী ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোটের নেতানেত্রীদের একাংশের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যেই।
এই সূত্রের দাবি, মুম্বইয়ের বোরিবলী এলাকায় সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের অদূরে পওয়ই হ্রদের তীরে একটি হোটেলে ওই বৈঠক শুরু হবে ৩১ অগস্ট সন্ধ্যায়। বেঙ্গালুরুর মতোই সে রাতে হতে পারে নৈশভোজ আলোচনা। মূল বৈঠক হবে ১ সেপ্টেম্বর। ‘ইন্ডিয়া’র এই বৈঠকের আয়োজক, ‘মহাবিকাশ অঘাড়ী’ জোটের তিন শরিক— কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি।
গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় ১৫টি বিজেপি-বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীরা ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দিশানির্দেশ খুঁজতে প্রথম বৈঠক করেছিলেন। এর পরে ১৭-১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় ২৬টি দল। জোটের নয়া নাম হয় ‘ইন্ডিয়া’। সেই সঙ্গেই কার্যত মুছে যায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের অস্তিত্ব।