You will be redirected to an external website

নামল পারদ, আগামীকাল থেকে খুলছে স্কুল-কলেজ!

বৃষ্টির দেখা মেলায় সোমবার থেকে সমস্ত স্কুল কলেজ খুলে যাবে! সংগৃহীত ছবি

বিগত কয়েকদিন ধরে লাগাতার তাপপ্রবাহ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পড়ুয়াদের কথা মাথায় রেখে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেই শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে হয়েছিল যে ২২ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কিন্তু সিলেবাস শেষ করার জন্য অনেক স্কুল কলেজে অনলাইন পঠন পাঠন শুরু করেছিল। এবার গত সপ্তাহে নির্দেশিকা জারি করার সময়ই বলা হয়েছিল তাপপ্রবাহের জন্য এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। যেহেতু এই মুহুর্তে পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছে তাই সোমবার থেকে সমস্ত স্কুল কলেজ খুলে যাবে। 

উল্লেখ করা যেতে পারে, গত রবিবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল উত্তরবঙ্গের স্কুল গুলি ছাড়া ২২ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে তাপপ্রবাহের কারণে। পাশাপাশি জানানো হয়েছিল, আগামী বিজ্ঞপ্তি পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধই থাকবে। কিন্তু শনিবার এনিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই স্কুল খোলা হবে কি না সেই নিয়ে অভিভাবকদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল।

প্রসঙ্গত, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি পড়ার কথা রাজ্যে। এই আবহে অনেক স্কুলেই একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি। এদিকে কিছু স্কুলে কয়েকটি স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষাও সম্পন্ন হয়নি। এই আবহে আগামী সপ্তাহের মধ্যে এই সব শেষ করতে হবে। নয়ত পড়ুয়ারা পিছিয়ে পড়বে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বৃষ্টির সৌজন্যে পারদ নি...