You will be redirected to an external website

Manipur Violence: দু’মাস পর খুলল মণিপুরের স্কুল, প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু

Manipur-Violence:-দু’মাস-পর-খুলল-মণিপুরের-স্কুল,-প্রথম-থেকে-অষ্টম-শ্রেণির-ক্লাস-চালু

বুধবার আবার খুলল সে রাজ্যের সব স্কুল

৩ মে থেকে উত্তপ্ত ছিল মণিপুর। বন্ধ রাখা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় দু’মাস বন্ধ থাকার পর বুধবার আবার খুলল সে রাজ্যের সব স্কুল। তবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হল। প্রথম দিন বেশির ভাগ স্কুলে পড়ুয়াদের উপস্থিতি কম থাকলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শিক্ষকেরা।

সোমবারই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছিলেন, বুধবার, ৫ মে থেকে স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। তাদের আর্জি, রোজ অন্তত কয়েক ঘণ্টা খোলা থাক স্কুল।চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার অভিভাবক ভবেশ শর্মা বলেন, ‘‘শিক্ষাই ভিত্তি। আশা করব, রাজ্যে শান্তি ফিরে আসবে।’’ যদিও তিনি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পঞ্চম শ্রেণির এক ছাত্রের বাবা লাইশ্রাম ইবোচৌবা আবার এই বিষয়ে সরকারের আশ্বাস চেয়েছেন। তিনি বলেন, ‘‘আশা করব, সরকার পড়ুয়াদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’’

সরকারের স্কুল খোলার সিদ্ধান্তে খুশি ওয়াংখেই হাই স্কুলের শিক্ষিকা আরকে রঞ্জিতা দেবী। তিনি বলেন, ‘‘মে মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধ স্কুল। রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় অনলাইন ক্লাসও করানো যায়নি। তার প্রভাব পড়েছে বাচ্চাদের পড়াশোনায়। অনেক পড়ুয়াই মন দিতে পারছে না।’’ রঞ্জিতা জানিয়েছেন, বুধবার তাঁর স্কুলে উপস্থিতির হার ছিল ১০ শতাংশ। তিনি আশাবাদী, শীঘ্রই উপস্থিতির হার বাড়বে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Panchayat-Election:-রাজ্যের-দাবি-আদায়ে-দিল্লির-ধর্নায়-থাকতে-পারেন-মুখ্যমন্ত্রী-মমতাও... Read Next

Panchayat Election: রাজ্যের দাবি আদা...