You will be redirected to an external website

Election 2024: ‘প্রভু জগন্নাথদেব মোদীর ভক্ত’! মুখ ফস্কে মন্তব্য পুরীর বিজেপি প্রার্থী সম্বিতের?

Election-2024:-‘প্রভু-জগন্নাথদেব-মোদীর-ভক্ত’!-মুখ-ফস্কে-মন্তব্য-পুরীর-বিজেপি-প্রার্থী-সম্বিতের?

বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি

পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীতে ভোটপ্রচারে এসেছিলেন। জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি। 

ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতাদের একাংশ জানিয়েছেন, একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে মোদীর জগন্নাথ মন্দির দর্শন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ ফস্কে ওই কথা বলে ফেলেন সম্বিত। তিনি বলতে চেয়েছিলেন, মোদী প্রভু জগন্নাথের ভক্ত। ভোটপর্বের মাঝেই সম্বিতের ওই মন্তব্য নিয়ে খবর প্রকাশ্যে আসে। 

পট্টনায়েক লেখেন, ‘‘মহাপ্রভু জগন্নাথদেব গোটা বিশ্বের ঈশ্বর। আর সেই ঈশ্বরকে কোনও মানুষের ভক্ত বলাটা তাঁর প্রতি অপমান। এই ঘটনা কোটি কোটি জগন্নাথভক্তের মনে আঘাত দিয়েছে। গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ওড়িয়াদের ভাবাবেগ আহত করেছে।’’ যদিও জবাবি টুইটে সম্বিত ঘটনার দায় অস্বীকার করেছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Shahjahan-Sheikh:-শাহজাহানহীন-বসিরহাটে-ভেড়ি-দখল-নিয়ে-বার্তা-মমতার!-জানালেন Read Next

Shahjahan Sheikh: শাহজাহানহীন বসির...