You will be redirected to an external website

প্রধানমন্ত্রীর ছবিতে প্রায় একশোটি জুতোর বড়ো মালা ! কে করল এমন বিকৃতি ?

প্রধানমন্ত্রীর-ছবিতে-প্রায়-একশোটি-জুতোর-বড়ো-মালা-!-কে-করল-এমন-বিকৃতি-?

মোদীর ছবিতে জুতোর মালা লাগিয়ে বিকৃত করার অভিযোগ ! সংগৃহীত ছবি

ছবিতে স্বয়ং প্রধানমন্ত্রী আর সেই ছবিতেই ঝুলছে জুতোর মালা ।নরেন্দ্র মোদীর ছবিতে জুতোর মালা লাগিয়ে বিকৃত করার অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে BJP-র তরফ থেকে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ ।

মধ্যমগ্রাম থানার অন্তর্গত বসুনগর এলাকার মধ্যগলির বাসিন্দা তপেন্দু দত্ত ফেসবুকে নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতোর মালা লাগিয়ে তা ফেসবুকে পোস্ট করেন। এবং অকথ্য ভাষায় BJP কর্মী সমর্থকদের গালিগালাজ করে তিনি।

এই ঘটনার কথা জানিয়ে মধ্যমগ্রাম থানায় BJP-র বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র লিখিত অভিযোগ দায়ের করেছেন সোমবার। যদিও তপেন্দু বাবুর বাড়িতে গেলে দেখা যায় তিনি বাড়িতে অনুপস্থিত ছিলেন। তার স্ত্রী দাবি করেন তপেন্দু বাবু কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন কিনা সে বিষয়ে তিনি জানেন না।

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও কুরুচিকর পোস্ট হলে রাতারাতি পুলিশ প্রশাসন তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ।পাশাপাশি তৃণমূলের মধ্যে এমন কালচার নেই, যে এই কাজ করেছে সে কোনওভাবেই তৃণমূল কর্মী হতে পারে না বলেই তিনি দাবি করেন। তিনি বলেন, “আমি যতদূর জানি ওই এলাকায় এই নামে কোনও তৃণমূল কর্মী নেই। ওই ব্যক্তি কেন নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করছেন সেটাও জানিনা। বিষয়টি ওই এলাকার বাকি তৃণমূল কর্মীদের খোঁজ নিতে বলেছি। দোষ করে থাকলে অবশ্যই শাস্তি পেতে হবে”।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তীব্র-গরমে-ভরসা-বলতে-১-টি-মাত্র-কল,-সংকটে-জয়নগরের-৫০০-পরিবার Read Next

তীব্র গরমে ভরসা বলতে ১ টি...