You will be redirected to an external website

ভোটের নামে ‘প্রহসন’ চলছে! অভিযোগ তুলে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌস্তভের

ভোটের-নামে-‘প্রহসন’-চলছে!-অভিযোগ-তুলে-হাইকোর্টের-প্রধান-বিচারপতিকে-চিঠি-কৌস্তভের

পঞ্চায়েত ভোটে দিকে দিকে অশান্তির অভিযোগ

পঞ্চায়েত ভোটে দিকে দিকে অশান্তির অভিযোগ। ভোটের সকাল থেকেই রক্তারক্তি। ছাপ্পা, বুথ দখল, হিংসা সব অভিযোগই উঠে আসতে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে চিঠি পাঠালেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে আদালত যাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে, সেই আর্জি জানিয়েছেন তিনি।

চিঠিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কৌস্তভ আবেদন জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের বর্তমান পরিস্থিতি সামাল দিতে আদালত যাতে অবিলম্বে হস্তক্ষেপ করে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র। লিখেছেন, রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের যোজসাজশে পুরো ঘটনা ঘটে চলেছে। সংবাদমাধ্যমগুলিতে সকাল থেকে যে হিংসা ও অশান্তির অভিযোগ উঠে এসেছে, সেই সব বিষয়গুলিও চিঠিতে তুলে ধরেছেন কৌস্তভ।

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় জেলায় অশান্তির অভিযোগ উঠেছে। রক্ত ঝরেছে। গতরাত থেকে সেই রক্তারক্তি, খুনোখুনির অভিযোগ আরও বেড়েছে। অসমর্থিত সূত্রে খবর, গতরাত থেকে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় প্রাণ গিয়েছে এক সাধারণ ভোটারেরও। শাসক-বিরোধী সব পক্ষেরই রক্ত ঝরেছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Panchayat-Election-:-বিকেল-৫টা-পর্যন্ত-রাজ্যে-ভোট-পড়ল-৬৬.২৮-শতাংশ Read Next

Panchayat Election : বিকেল ৫টা পর্যন্...