ফের উত্তপ্ত বিশ্বভারতী! সংগৃহীত ছবি
গবেষণারত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শনিবার গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক ৷ ঘটনায় প্রশ্নের মুখে বিশ্বভারতী ৷তবে শুধু শ্লীলতাহানি নয়, তাঁর বিরুদ্ধে লাগাতার কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। সামনে এসেছে মানসিক নির্যাতনের অভিযোগও। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ বি, ৩৫৪ ডি, ৫০৬, ৫০৯, ৩৭৬, ৫১১, ৫০০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে।
সূত্রের খবর, শিক্ষা বিভাগে গবেষণা শুধু করেন ওই ছাত্রী। অভিযোগ, তারপর থেকেই লাগাতার তাঁকে কু-প্রস্তাব দিয়ে আসছেন অভিযুক্ত অধ্যাপক। এমনকি তাঁর আরও অভিযোগ, গবেষণাপত্রে স্বাক্ষর করার নাম করে সহবাসের চেষ্টা করেন অভিযুক্ত। এ বিষয়ে তিনি বিভাগীয় প্রধান-সহ বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিশাখা কমিটিতেও জমা পড়েছিল অভিযোগ। কিন্তু, নির্যাতিতার অভিযোগ, তারপরেও বিশেষ কোনও পদক্ষেপ করেনি বিশ্বভারতীয় কর্তৃপক্ষ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটল। বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের দাবি মেনে চার নিরাপত্তারক্ষীকে সরানো হয়। ছুটিতে পাঠানো হয় মুখ্য নিরাপত্তা আধিকারিককে অভিযোগ জমা পড়েছিল বিশ্ববিদ্যালয়ের বিশাখা কমিটিতেও। কিন্তু তাতে অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিশ্বভারতীয় কর্তৃপক্ষ।