উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ আপাতত বঞ্চিতই
মঙ্গলবার রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের বাকি অংশে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সারা দেশে বর্ষা প্রবেশ করে ৮ জুলাই। চলতি বছর মৌসুমী বায়ু ২ জুলাই, মঙ্গলবারের মধ্যেই সারা দেশে প্রবেশ করেছে। অন্য দিকে, কয়েকটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের কয়েকটি জেলাতেও বুধবার হতে পারে ভারী বৃষ্টি।
আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, বিহার এবং আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। সেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ঝাড়খণ্ড এবং আশপাশের এলাকার উপর থাকা ঘূর্ণাবর্ত এখন সরে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের উপরে এসেছে। এ সবের কারণেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)-র সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।