সাময়িক ভাবে স্থগিত করে দেওয়া হল অমরনাথ যাত্রা
প্রবল বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে জরুরি ভিত্তিতে স্থগিত করে দেওয়া হল অমরনাথ যাত্রা। গত কয়েক দিন ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হচ্ছে। বেশ কিছু জায়গায় পাহাড় থেকে ধসও নেমেছে। এমন পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্যই আগাম ব্যবস্থা হিসাবে এই যাত্রা সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, আবহাওয়ার উন্নতি হলেই আবার যাত্রার অনুমতি দেওয়া হবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৭২০০ পুণ্যার্থী বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। শুক্রবার প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “যাত্রা সাময়িক ভাবে স্থগিত করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, পহেলগাঁওয়ের নুনওয়ান শিবিরে আটকে রয়েছেন ৩২০০ পুণ্যার্থী। অন্য দিকে, বালতাল শিবিরে রয়েছেন ৪০০০ পুণ্যার্থী। বৃহস্পতিবারই অমরনাথ গুহায় পৌঁছেছেন ১৭০০ পুণ্যার্থী। তার পর থেকেই আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ৭২০০ পুণ্যার্থীর দলটি অমরনাথের উদ্দেশে রওনা হওয়ার আগেই দুর্যোগ শুরু হয়।