You will be redirected to an external website

‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে এলে আমি ধরনায় বসব’, হুঙ্কার দিলেন মমতা

‘অমর্ত্য-সেনের-বাড়ি-ভাঙতে-এলে-আমি-ধরনায়-বসব’,-হুঙ্কার-দিলেন-মমতা

অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ‌্যমন্ত্রী বলেন, ‘‘অমর্ত‌্য সেনের মতো মানুষকে তারা আক্রমণ করছে। অমর্ত‌্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে বলছে। ওদের অর্ডারসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যদি দেখি বুলডোজার চালাচ্ছে আমি হচ্ছি প্রথম যে সেখানে গিয়ে বসে থাকবে। ধরনা দেব। বাংলা শিক্ষা সংস্কৃতির রাজ‌্য। আমি দেখব, মানবিকতা ক্ষমতাশালী না বুলডোজার ক্ষমতাশালী।’’

উল্লেখ‌্য, এর আগে বীরভূম সফরে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া বার্তাও দেন। এদিকে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ‘প্রতীচী’ বাড়িতে উচ্ছেদ নোটিস সাঁটিয়ে দেওয়ায় বিশ্বভারতীর অমানবিক আচরণ ও তাঁকে হেনস্তা করার অভিযোগ তুলে ৩০ এপ্রিল থেকে পথে নামতে চলেছেন অধ্যাপক পড়ুয়া থেকে শুরু করে রাজ্যের বিশিষ্টজন, আইনজীবীরা। অভিনেতা থেকে শিল্পী, লেখক, সাহিত্যিক কবি শিক্ষাবিদ সকলেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন।

৬ মে অমর্ত্য সেনের বাড়ির উত্তর পশ্চিমে দখলকৃত ৮ কাঠা জায়গা দখলমুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। উপাচার্যর এহেন আচরণে ক্ষুব্ধ শাসকদল থেকে বুদ্ধিজীবীরা। বিরোধী দল সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের কর্মীরা কলকাতা এবং শান্তিনিকেতনে আলাদা আলাদা করে আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলন শুরু হচ্ছে আগামী ৩০ এপ্রিল থেকে। কলকাতায় বামপন্থী বুদ্ধিজীবীরা ২৮ এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

রুটি-স্যুপ দিয়ে ডিনার, ই...