You will be redirected to an external website

Weather: নিম্নচাপের পর এবার ঘূর্ণিঝড়, আরও আশঙ্কার পূর্বভাস দিল হাওয়া অফিস

Weather:-নিম্নচাপের-পর-এবার-ঘূর্ণিঝড়,-আরও-আশঙ্কার-পূর্বভাস-দিল-হাওয়া-অফিস

ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

অতি ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সর্বশেষ বুলেটিনে এমনই তথ্য দিয়েছে মৌসম ভবন।ঘূর্ণিঝড়ের নাম হবে মিধিলি। 

হাওয়া অফিস জানাচ্ছে, বাংলার জন্য এক চিলতে স্বস্তি। হামুনের মতো ঘূর্ণিঝড় মিধিলিও বাংলাদেশে যাবে। মৌসম ভবন জানিয়েছে, শনিবার ভোররাতে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড়। তবে পশ্চিমবঙ্গেও এর প্রভাব কম পড়বে না। উপকূলের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকেই দমকা বাতাস বইবে উপকূলে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। সমুদ্র উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এই ঝড়ের দরুণ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাকা ধান নষ্টের শঙ্কা যেমন থাকছে, তেমন সবজিতে পচন ধরে গিয়ে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয় বৃষ্টির জলে মাটি ভিজে গেলে পিছিয়ে যেতে পারে আলুচাষও। শুধু চাষ-আবাদ নয়, বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা বিশ্বকাপের সেমিফাইনালে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শক্তি-বাড়িয়ে-আরও-এগোল-নিম্নচাপ,-অচিরেই-পরিণত-হবে-ঘূর্ণিঝড়-‘মিধিলি’ Read Next

শক্তি বাড়িয়ে আরও এগোল ...