You will be redirected to an external website

Amit Shah: ওড়ার সময় ভারসাম্য হারাতে বসেছিল অমিত শাহের কপ্টার, নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন চালক

Amit-Shah:-ওড়ার-সময়-ভারসাম্য-হারাতে-বসেছিল-অমিত-শাহের-কপ্টার,-নিয়ন্ত্রণে-আনতে-সমর্থ-হন-চালক

ওড়ার সময় ভারসাম্য হারাতে বসেছিল অমিত শাহের কপ্টার

উড়ানের সময় কিছু ক্ষণের জন্য ভারসাম্য হারাল হেলিকপ্টার। তাতে সওয়ার ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের বেগুসরাইতে প্রচারে গিয়ে এই বিপত্তি। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি

ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, উড়ানের সময় ডান দিকে হেলে যায় কপ্টার। প্রায় মাটি ছুঁয়ে ফেলছিল। তখনই কপ্টার নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন চালক। তার পর আবার সোজা হয়ে উড়তে শুরু করে সেটি।রাজ্যে ৪০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি লোকসভা আসনে লড়ছে তারা। জেডিইউ লড়ছে ১৬টি আসনে। বাকি আসনে লড়ছে চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতনরাম মাঝির হাম এবং অন্য শরিক দল।

প্রথম দফায় বিহারে চার আসনে ভোটগ্রহণ হয়েছে। গত শুক্রবার দ্বিতীয় দফায় পাঁচ আসনে ভোট হয়েছে। ভোটের হার ছিল ৫৮.৫৮ শতাংশ। সেই বিহারে প্রচারে গিয়েই বিপত্তি।

সম্প্রতি শাহের একটি ভিডিয়ো বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে। রবিবার এই ঘটনায় দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশের কাছে বিজেপি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দু’টি অভিযোগ জমা পড়েছিল। দিল্লি পুলিশের স্পেশাল সাইবার সেল এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে। তফসিলি জাতি (এসসি), জনজাতি (এসটি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য যে সংরক্ষণ চালু আছে, তা আর আগামী দিনে থাকবে না! একটি জনসভা থেকে নাকি এমনই বলেছেন শাহ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kashmir:-বাংলা-যখন-পুড়ছে-গরমে,-কাশ্মীরে-তখন-ক্রমাগত-বৃষ্টি,-তুষারে-বিপর্যস্ত Read Next

Kashmir: বাংলা যখন পুড়ছে গরম...