সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন অমিত শাহ
আজ বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এরপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে। সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজোর উদ্বোধন করলেন তিনি। এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। অযোধ্যার রামমন্দিরের এখনও উদ্বোধন হয়নি। তবে তার আগেই আজ কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বললেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য।”
দ্বিতীয়ার সন্ধেয় আলোয় আলোয় ভরে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির। মণ্ডপসজ্জা দেখে অভিভূত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। পুজোর উদ্যোক্তাদেরও প্রশংসা করেলন শাহ। বললেন, “রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে।”
দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। শারদ-আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পুজোর উদ্বোধনে এসে বললেন, “এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয়। শক্তির আরাধনা হয়।”