You will be redirected to an external website

Amit Shah: বনগাঁয় অমিত শাহের মুখে নাম ভুলের হ্যাটট্রিক, খোঁচা কুণালের

Amit-Shah:-বনগাঁয়-অমিত-শাহের-মুখে-নাম-ভুলের-হ্যাটট্রিক,-খোঁচা-কুণালের

বনগাঁয় অমিত শাহের মুখে নাম ভুলের হ্যাটট্রিক

কুন্তল ঘোষ হয়ে গেলেন কুণাল ঘোষ। তাপস মণ্ডল হয়ে গেলেন তাপস পাল। আর গোপাল দলপতি হয়ে গেলেন কী এক কুলপতি! মঙ্গলবার বনগাঁর সভা থেকে অমিত শাহের বক্তৃতায় নাম বিভ্রাটের এই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হল সমাজমাধ্যমে।

বনগাঁর সভায় শাহ বলেন, ‘‘মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। কিন্তু বাংলা পিছিয়ে পড়েছে। কেন পিছিয়ে পড়েছে? কারণ এখানে দুর্নীতি চলছে।’’ এর পরেই শাহ বলেন, ‘‘এই অনুব্রত মণ্ডল, এই কুণাল ঘোষ, তাপস পাল, কে এক কুলপতি— এঁরা সকলে নিয়োগ দুর্নীতির মামলা, গরু পাচার মামলা, কয়লা মামলায় জেলে গিয়েছেন।’’

নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ জেলে রয়েছেন। তাপস মণ্ডলও কারাগারে। গোপাল দলপতি বলে এক জন এজেন্ট গ্রেফতার হয়েছেন। কিন্তু শাহ যে চার নাম বলেছেন, তার মধ্যে তিনটির সঙ্গে এই মামলাগুলির কোনও সম্পর্ক নেই। তাপস পাল কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। শুধু অনুব্রতের নাম-পদবি ঠিক বলেছেন শাহ। শাহের বক্তৃতায় নাম বিভ্রাটের ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তৃণমূল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-গঙ্গাস্নান-সেরে-কালভৈরব-মন্দিরে-পুজো-দিয়ে-বারাণসীতে-মোদীর-মনোনয়ন Read Next

Narendra Modi: গঙ্গাস্নান সেরে কা...