গভীর রাতে টুইটারের মালিক ইলন মাস্ককে ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ বচ্চন ! সংগৃহীত ছবি
টুইটারে ব্লু টিক ফিরে পেলেন বিগ বি অমিতাভ বচ্চন। ব্লু টিক ফিরে পাওয়ার পর শুক্রবার গভীর রাত ১.১০ মিনিট নাগাদ টুইটারের মালিক ইলন মাস্ককে ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ। টুইট করেই অমিতাভ জানিয়েছেন, "মাস্ক ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ! আমার নামের আগে নীল টিক লেগে গিয়েছে। আনন্দে গান গাওয়ার ইচ্ছে আমরা।"
মাস্কের এই নিয়মে, শুক্রবার টুইটারে ব্লু টিক হারালেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলির মত অত্যন্ত জনপ্রিয় সেলেবদের অফিসিয়াল অ্যাকাউন্টও। আলিয়া ভাট-সহ বলিউডের বিভিন্ন সেলেবদেরও টুইটারে নীল সঙ্কেত মুছে ফেলা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্টেও নেই ব্লু টিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্টেও নীল টিক চিহ্ন দেখা যাচ্ছে না। বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার টুইটার অ্যাকাউন্টেও ব্লু টিক নেই।ফলে কিছুতেই বোঝার উপায় থাকছে না তাদের অ্যাকাউন্টগুলি টুইটারে ভ্যারিফায়েড বা যাচাই করা হয়েছে কি না।
শুক্রবারই ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দিয়েছে টুইটার। শুধুমাত্র যারা ব্লু টিক-এর জন্য অর্থ প্রদান করেছেন তারাই এখন ব্লু টিক রাখার অনুমতি পাচ্ছেন। শুক্রবার দেখা যায়, অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট থেকেও ব্লু টিক উধাও হয়ে গিয়েছে। ওই দিনই ব্লু টিকের জন্য অনুরোধ জানান বিগ বি। যাইহোক অবশেষে ব্লু টিক ফিরে পেয়েছেন অমিতাভ বচ্চন।