You will be redirected to an external website

৩৬ দিন পর খালিস্তানি নেতা অমৃতপাল সিং গ্রেফতার পঞ্জাবে!

অমৃতপালের আত্মসমর্পণের তথ্য অস্বীকার করল পুলিশ! সংগৃহীত ছবি

দীর্ঘ ৩৬ দিন ধরে ফেরার থাকার পর অবশেষে রবিবার ভোরবেলা পুলিশের হাতে গ্রেফতার খলিস্তানি নেতা অমৃতপাল সিং। মোগা পুলিশ পঞ্জাবের মোগা শহর থেকে তাঁকে গ্রেফতার করেছে। কয়েকটি সূত্রের দাবি, অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার পর তাঁকে গ্রেফতার করা হয়।

‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপালের খোঁজে পঞ্জাবের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। অভিযোগ, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েকশো জনকে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তাঁর ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দু’জন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেফতার করে পুলিশ। অমৃতপাল অধরাই ছিলেন। এ বার পুলিশের জালে তিনি।

এদিন ভোরবেলা অমৃতপালকে গ্রেফতার করা হয় বলে খবর। মোগা পুলিশ এই গ্রেফতারির বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানায়নি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অমৃতপালকে অসমের ডিব্রুগড়ের জেলে স্থানান্তরিত করা হচ্ছে। সেখানে তাঁর অন্য সহকারীদেরও রাখা হয়েছে। অমৃতপালের দলের আরও আট সদস্যকে অসমের কারাগারে রাখা হয়েছে।

 খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং পঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ বা পুলিশ তাঁকে গ্রেফতার করার বিষয়ে আলোচনা পুরো রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে। পঞ্জাবের মোগায় বলা হচ্ছে, তিনি রাতে স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন। কিন্তু মোগা পুলিশের ঊর্ধ্বতন কর্তারা বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। পলাতক অমৃতপালকে ১৮ মার্চ থেকে খোঁজা হচ্ছে। কিছু লোক এও আলোচনা করছে যে পঞ্জাব পুলিশ এবং কাউন্টার ইন্টেলিজেন্স রাত ২ টার পরে একটি যৌথ অভিযান শুরু করে এবং তাকে রোদে গ্রাম থেকে আটক করে। সে এখানে কোথাও লুকিয়ে ছিল।যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৬ দিন ধরে ফেরার থাকার পর অবশেষে রবিবার ভোরবেলা পুলিশের হাতে গ্রেফতার খলিস্তানি নেতা অমৃতপাল সিং। মোগা পুলিশ পঞ্জাবের মোগা শহর থেকে তাঁকে গ্রেফতার করেছে।জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে। পঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের মিলিত প্রচেষ্টায় এই গ্রেফতারি সম্ভব হয়েছে বলে দাবি কয়েকটি সূত্রে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ধোনি-ধামাকায়-বাধা-হবে-বৃষ্টি?-আবহাওয়া-দফতরের-পূর্বাভাস-! Read Next

ধোনি ধামাকায় বাধা হবে ব...