You will be redirected to an external website

Indian Army: লাদাখে গভীর খাদে গিয়ে পড়ল সেনার গাড়ি, অন্তত ন’জনের মৃত্যুর আশঙ্কা

Indian-Army:-লাদাখে-গভীর-খাদে-গিয়ে-পড়ল-সেনার-গাড়ি,-অন্তত-ন’জনের-মৃত্যুর-আশঙ্কা

লাদাখে গভীর খাদে গিয়ে পড়ল সেনার গাড়ি

এই ঘটনায় অন্তত ন’জন সেনা মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনার পরে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন। তিনি টুইটারে লেখেন, “লাদাখের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় সেনার মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমার সমবেদনা রইল শোকাহত পরিবারের জন্য। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

সংবাদ সংস্থা এএনআই সেনাকে উদ্ধৃত করে জানিয়েছে, মৃত ন’জন সেনার মধ্যে জওয়ান ছাড়াও রয়েছেন একজন সেনা আধিকারিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দু’জনকে।শনিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে লাদাখের রাজধানী লেহ্ থেকে ১৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত কিয়ারিতে। গাড়িতে জওয়ান এবং আধিকারিক মিলিয়ে মোট দশ জন সেনা ছিলেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রাজ্যে-কমলা-সতর্কতা!-২৫-অগাস্ট-পর্যন্ত-ভারী-বৃষ্টির-আশঙ্কা-জেলায়-জেলায় Read Next

রাজ্যে কমলা সতর্কতা! ২৫ অ...