You will be redirected to an external website

Earthquake: ভূমিকম্পে ভয়ঙ্করভাবে দুলে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, আতঙ্কে সিঁটকে বাসিন্দা-পর্যটকরা

Earthquake:-ভূমিকম্পে-ভয়ঙ্করভাবে-দুলে-উঠল-নিকোবর-দ্বীপপুঞ্জ,-আতঙ্কে-সিঁটকে-বাসিন্দা-পর্যটকরা

সাতসকালে ভূমিকম্পের আতঙ্ক

সাতসকালে ভূমিকম্পের আতঙ্ক। কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে কম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।এ দিন ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। বেশ কিছুক্ষণ স্থায়িত্ব ছিল সেই কম্পনের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জে। ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

সাতসকালেই ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপপুঞ্জের স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। চারিদিক থেকে সমুদ্রে বেষ্টিত থাকায় সুনামির আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসন বা ভূমিকম্প নির্ণায়ক কেন্দ্রগুলির তরফে এখনও অবধি সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। এখনও অবধি কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। বেলা বাড়লে এলাকা পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, গত বছর থেকেই বারেবারে ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। এর আগে, গত ২১ জুলাই ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের জয়পুরে। আধ ঘণ্টার মধ্যে তিনবার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মণিপুরে-যাওয়া-উচিত-প্রধানমন্ত্রীর,-রাষ্ট্রপতির-সঙ্গে-দেখা-করে--দাবি-জানাল-বিরোধী-জোট-‘ইন্ডিয়া’ Read Next

মণিপুরে যাওয়া উচিত প্রধ...