You will be redirected to an external website

Election 2024: জল্পনা উস্কে দিল্লিতে জগন! মোদীর সঙ্গে বৈঠক অন্ধ্রের মুখ্যমন্ত্রীর

Election-2024:-জল্পনা-উস্কে-দিল্লিতে-জগন!-মোদীর-সঙ্গে-বৈঠক-অন্ধ্রের-মুখ্যমন্ত্রীর

মোদীর সঙ্গে বৈঠক অন্ধ্রের মুখ্যমন্ত্রীর

তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নায়ডুর পরে এ বার দিল্লিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি জগন্মোহন রেড্ডি। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকও করলেন জগন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর রাজ্যের জন্য ‘বিশেষ মর্যাদা’ চেয়ে প্রধানমন্ত্রীকে আবেদন জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু লোকসভা ভোটের আগে তাঁর এই দিল্লি সফর ‘রাজনৈতিক মাত্রা’ পেয়েছে।

অন্ধ্রের রাজনীতিতে জগনের মূল প্রতিদ্বন্দ্বী, তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু বুধবার রাতে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু ছ’বছর পরে আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফিরতে চলেছেন বলে জল্পনা। সেখানে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসকে হারানোর উদ্দেশে ইতিমধ্যেই তেলুগু অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের দল জনসেনা পার্টির সঙ্গে হাত মিলিয়েছে টিডিপি।

আগামী এপ্রিল-মে মাসে লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। ঘটনাচক্রে, ইতিমধ্যেই জগনের বোন শর্মিলা কংগ্রেস যোগ দিয়ে সে রাজ্যের সাংগঠনিক প্রধানের দায়িত্ব পেয়েছেন। ক্ষমতা দখল করতে না পারলেও প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির কন্যাকে সামনে রেখে কংগ্রেস এ বার জগনের দলের ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। সে ক্ষেত্রে সুবিধা হবে চন্দ্রবাবুর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রবল-ঠান্ডা-পুরুলিয়া-শ্রীনিকেতনে,-আগামী-তিনদিন-বাংলায়-ভাল-ঠান্ডা-থাকবে Read Next

প্রবল ঠান্ডা পুরুলিয়া-শ...