৩১২টি স্পেশ্যাল ট্রেন চালু করার ঘোষণা
পুজো মানেই বেড়ানোর প্ল্যান। তিন-চার মাস আগে থেকেই শুরু হয়ে যায় ট্রেনের টিকিট বুকিং। অধিকাংশ সময়ই যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের জোগান দেওয়া দুষ্কর হয়ে ওঠে ভারতীয় রেলের পক্ষে। তাই এবার যাত্রীদের কথা ভেবে স্পেশ্যাল ট্রেন চালু করার কথা ঘোষণা করল ভারতীয় রেল। সামনেই মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণপতি পুজো। এই উৎসব উপলক্ষ্যে বহু মানুষ মুম্বই থেকে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে আনাগোনা করেন।
রেল সূত্রে খবর, গণপতি উৎসব উপলক্ষ্যে ৩১২টি স্পেশ্যাল ট্রেন চালু করা হবে। মধ্য ও পশ্চিম রেলওয়ে যৌথভাবে গণপতি স্পেশ্যাল ট্রেন চালু করবে। এর মধ্যে ২৫৭টি ট্রেন পরিচালিত করবে মধ্য রেলওয়ে এবং পশ্চিম রেলওয়ের তরফে ৫৫টি গণপতি স্পেশ্যাল ট্রেন চালু করা হবে। তবে এই ট্রেনগুলি কেবল মহারাষ্ট্রের মধ্যেই চলবে। মুম্বই থেকে মহারাষ্ট্রের বিভিন্ন শহরের মধ্যে চলবে গণপতি স্পেশ্যাল ট্রেনগুলি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে প্রায় ১০ দিন ধরে ধূমধাম করে চলে গণপতি উৎসব। সেই উৎসব উপলক্ষ্যে ১০ দিন সেন্ট্রাল ও মধ্য রেলওয়ের ট্রেনে যাত্রীদের প্রচণ্ড রাশ থাকে। এবছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর।