You will be redirected to an external website

অপারেশন অজয়: ইজ়রায়েলে আটকে থাকা আরও ৪৭১ জন দেশে ফিরলেন

অপারেশন-অজয়:-ইজ়রায়েলে-আটকে-থাকা-আরও-৪৭১-জন-দেশে-ফিরলেন

ইজ়রায়েলে আটকে থাকা আরও ৪৭১ জন দেশে ফিরলেন

ইজ়রায়েলে আটকে থাকা ভারতীয়দের নিয়ে একের পর এক বিমান দিল্লিতে ফিরছে। কেন্দ্রীয় সরকার ‘অপারেশন অজয়’-এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েল থেকে ভারতীয়দের উদ্ধার করছে। রবিবার ভোরে ‘অপারেশন অজয়’-এর তৃতীয় বিমানটি নয়াদিল্লিতে নেমেছে। ওই বিমানে দেশে ফিরেছেন ১৯৭ জন ভারতীয়। এর কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে নেমেছে ‘অজয়’-এর চতুর্থ বিমান।

ইজ়রায়েল থেকে ‘অপারেশন অজয়’-এর চতুর্থ বিমানটি শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তেল আভিভ থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছে। শুধু রবিবারই দেশে ফিরলেন ৪৭১ জন। এখনও পর্যন্ত ইজ়রায়েল থেকে ভারত সরকারের উদ্যোগে মোট ৯১৮ জনকে সরানো গিয়েছে।

গত ৭ অক্টোবর প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস ইজ়রায়েল আক্রমণ করলে সেখানে প্রবাসী ভারতীয়দের প্রাণ বিপন্ন হয়ে ওঠে। মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বোমার আঘাতে জর্জরিত দক্ষিণ ইজ়রায়েল। সেখানে সাধারণ মানুষকে ঘরবাড়ি থেকে বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে। খাবার, জল, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লড়ছে ইজ়রায়েলও।

যুদ্ধ শুরু হওয়ার পরেই ভারত সরকারে ‘অপারেশন অজয়’-এর কথা ঘোষণা করে। এই প্রকল্পের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকে পড়া ভারতীয়দের যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার। রবিবার দিল্লির বিমানবন্দরে উদ্ধারকারী তৃতীয় বিমান নামার পর সেই বিমানের যাত্রীদের বিমানবন্দরেই স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

earthquake:-যেন-নিষ্কৃতি-নেই-আফগানিস্তানের,ফের-কেঁপে-উঠল-আফগানিস্তান Read Next

earthquake: যেন নিষ্কৃতি নেই আফ...