দিল্লিতে গিয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন অনিল অ্যান্টনি । সংগৃহীত ছবি
বিজেপিতে যোগ দিচ্ছেন শিরোমণি অকালি দল নেতা তথা প্রাক্তন বিধায়ক ইন্দর ইকবাল সিংহ অটওয়াল। রবিবার দিল্লিতে গিয়ে পদ্ম শিবিরে যোগ দান করলেন তিনি। সূত্রের খবর, বিজেপির বর্ষীয়ান নেতাদের উপস্থিতিতে দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে গেরুয়া খাতায় নাম লেখাবেন ইন্দর। কেবল তিনিই নন, এদিন এআইএডিএমকে নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য ডঃ মৈত্রেয়নও যোগ দেন বিজেপিতে। শনিবারই বিজেপিতে নাম লিখিয়েছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারির প্রপ্রৌত্র সিআর কেশবন। দীর্ঘদিন তিনি কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সোনিয়া গান্ধীর দলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয় ২৩ ফেব্রুয়ারি।
ফের বড় ধাক্কা কংগ্রেসের। এবার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা কংগ্রেস নেতা একে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি যোগ দিলেন বিজেপিতে। নিঃসন্দেহের কংগ্রেসের কাছে বড় ধাক্কা। এবার এনিয়ে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, ধর্মনিরপেক্ষতার নোটারি এজেন্টরা এবার সার্টিফিকেট দেবেন কারা ধর্মনিরপেক্ষ ।
এদিকে মিম নেতাকে বিহারের মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপির এজেন্ট বলে উল্লেখ করেছেন। কার্যত ওয়াইসির নাম শুনে মেজাজ হারান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন,তিনি কে? তিনি কোন পদে রয়েছেন? বিহারে তার কি প্রভাব রয়েছে? এর সঙ্গেই তিনি জানিয়েছেন দিল্লিতে যারা ক্ষমতায় রয়েছেন তাদের এজেন্ট হলেন আসাদউদ্দিন ওয়াইসি।এর সঙ্গেই তিনি জানিয়েছেন, আমি বিজেপি ছাড়ার পরে তিনি( ওয়াইসি) আমার সঙ্গেও দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি দেখা করতে চাইনি।