You will be redirected to an external website

ওবানের খোঁজেই কি কুনোর জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকল আর এক চিতা

ওবানের-খোঁজেই-কি-কুনোর-জঙ্গল-ছেড়ে-গ্রামে-ঢুকল-আর-এক-চিতা

কুনোর জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকল আর এক চিতা

বন দফতর সূত্রে জানা যায়, কুনো জাতীয় উদ্যান থেকে ২০ কিলোমিটার দূরের গ্রাম বিজয়পুরের ঝাড় বরোদায় ঢুকে পড়েছে ওবান। গ্রামবাসীরা চিতাটিকে দেখতে পেয়েই বন দফতরকে খবর দেন। তড়িঘড়ি বন দফতরের একটি দল চিতাটিকে উদ্ধারের জন্য গ্রামে পৌঁছয়। জেলা বনাধিকারিক বলেন, “গ্রামে একটি দল মোতায়েন করা হয়েছে। চিতাটিকে ধরার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে।” চিতাটি কোথায়? সেটির হদিস না মেলায় আতঙ্ক বাড়ে গ্রামবাসীদের মধ্যে। তবে শত চেষ্টা সত্ত্বেও ওবানকে তার পুরনো স্থানে ফেরানো যায়নি।

নামিবিয়া থেকে দু’দফায় মোট ২০টি চিতা আনা হয়েছিল, তাদের মধ্যে শাসা নামে একটি স্ত্রী চিতার মৃত্যু হয় অসুস্থতার কারণে। এ বার কুনো থেকে আরও দু’টি চিতা পালিয়ে যাওয়ায় বন দফতর বেশ অস্বস্তিতে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসে, গত ১৭ সেপ্টেম্বর আফ্রিকার নামিবিয়া থেকে প্রথমে ৮টি চিতা আনা হয়েছিল, যাদের মধ্যে ৫টি ছিল স্ত্রী চিতা এবং ৩টি ছিল পুরুষ চিতা। দেশে আবার চিতার বংশবিস্তার করতে নরেন্দ্র মোদী সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। পরে আরও ১২টি চিতা আনানো হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

১৭ই-এপ্রিলের-মধ্যে-নয়া-পরিকল্পনা-ডিএ-প্রসঙ্গে-! Read Next

১৭ই এপ্রিলের মধ্যে নয়া প�...

Related News