You will be redirected to an external website

Vande Bharat: আবার পাথর ছোড়ার ঘটনা বন্দে ভারতে, ভেঙে চুরমার জানলার কাচ

Vande-Bharat:-আবার-পাথর-ছোড়ার-ঘটনা-বন্দে-ভারতে,-ভেঙে-চুরমার-জানলার-কাচ

আবার পাথর ছোড়ার ঘটনা বন্দে ভারতে

বুধবার আগরা রেলওয়ে বিভাগের ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিন স্টেশন রুটের বন্দে ভারতে এই পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে খবর, পাথরের আঘাতে ট্রেনের একটি কাচ ভেঙে গিয়েছে। 

রেল সূত্রে জানা গিয়েছে, মানিয়া এবং জাজউ স্টেশনের মধ্যে এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। যার ফলে ভেঙে চুরমার হয়ে যায় সি-৭ কোচের ১৩ এবং ১৪ নম্বর সিটের জানালার কাচ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের তদন্তকারী দল।

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ভোপাল থেকে নিজামুদ্দিন স্টেশনের মধ্যে চলা বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

এর আগে ৫ জুলাই বেঙ্গালুরু-ধারওয়াড় রুট দিয়ে যাওয়ার সময় বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেই ঘটনায় তদন্ত চালিয়ে দুই নাবালককে আটকও করেছিল পুলিশ। তার আগে ওই একই রুটের বন্দে ভারতে পাথর ছোড়া হয় ১ জুলাই। মে মাসে কেরলের তিরুরেও একই ঘটনা ঘটে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Maternity-Leave:-এক-বছরের-মাতৃত্বকালীন-ছুটি-পাবেন-সিকিমের-সরকারি-কর্মচারীরা,-ঘোষণা-মুখ্যমন্ত্রী Read Next

Maternity Leave: এক বছরের মাতৃত্বক...