You will be redirected to an external website

টুইটার ব্যবহারকারীদের কাছে আরও এক দুঃসংবাদ !

আরও এক নয়া নিয়ম টুইটারে ! সংগৃহীত ছবি

পদে পদে নতুন নিয়মে সেজে উঠছে টুইটার । ঠিক তেমনই আরও এক নয়া নিয়মে আবদ্ধ করল ইলন মাস্ক । বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিয়ো ছাড়াও অনেকেই টুইটারের মাধ্যমে খবরও পড়েন আর তাদের এই অভ্যস্ত জীবনে  এক দুঃসংবাদ নিয়ে হাজির হলেন ইলন মাস্ক । 

শনিবার মাস্ক একটি টুইট করে নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন। সেখানে বলা হয়েছে, টুইটারে খবর পড়ার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমগুলি চাইলে মূল্য নির্ধারণ করতে পারে। আগামী মাস থেকে এই সুবিধা চালু করা হচ্ছে। সে ক্ষেত্রে, প্রতিটি প্রতিবেদনের জন্য ন্যূনতম একটি মূল্য নির্ধারণ করা যেতে পারে। এ ছাড়া, সংস্থার ওয়েবসাইটের মাসিক সাবস্ক্রিপশনের ব্যবস্থাও থাকছে। সাবস্ক্রিপশন নিলে প্রতিবেদন প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম খরচে খবর পড়তে পারবেন ব্যবহারকারীরা।

টুইটারে খবর পড়ার নতুন এই নিয়মে সংবাদমাধ্যম এবং পাঠক উভয়পক্ষেরই সুবিধা হবে বলে মনে করেন মাস্ক। ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যম তাদের নিজস্ব বিশেষ প্রতিবেদন পড়ার জন্য ন্যূনতম মূল্য দিয়ে সাবস্ক্রিপশন দাবি করে। সেই বিশেষ প্রতিবেদনের পাঠক আরও বাড়বে টুইটারের মাধ্যমে। পাঠকও এই নিয়ম পছন্দ করবেন, দাবি টুইটারের মালিকের।

টুইটারের মালিকানা অধিগ্রহণের পর মাস্ক ‘টুইটার ব্লু’ নামের নতুন এক পরিষেবা চালু করেছেন। তার মাধ্যমে টুইটারে যাঁরা নীল চিহ্ন ব্যবহার করেন, তাঁদের ওই চিহ্ন রাখার জন্য আলাদা করে টাকা দিতে হবে বলে জানানো হয়। অনেকেই তা করেননি। সম্প্রতি তেমন কিছু তারকা প্রোফাইল থেকে নীল চিহ্ন সরিয়ে দিয়েছেন মাস্ক। সেই নিয়ম নিয়ে কাটাছেঁড়ার মাঝে এ বার নতুন আর এক নিয়ম আনলেন তিনি।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

‘মন কি বাত’-র ১০০ তম পর্ব...