You will be redirected to an external website

রাজধানীর পরে দুরন্ত! দমদমে চার ঘণ্টা ধরে অপেক্ষমাণ আরও এক সুপারফাস্ট

রাজধানীর-পরে-দুরন্ত!-দমদমে-চার-ঘণ্টা-ধরে-অপেক্ষমাণ-আরও-এক-সুপারফাস্ট

দমদমে চার ঘণ্টা ধরে অপেক্ষমাণ আরও এক সুপারফাস্ট

সকালে রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছিলেন। দুপুরে দুর্ভোগে পড়লেন দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা। কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের দু’-দু’টি প্রথম শ্রেণির সুপারফাস্ট ট্রেন এসে থমকে গেল দমদমে। তবে সকালে রাজধানী তিন ঘণ্টা অপেক্ষার পর শিয়ালদহ স্টেশনের দিকে রওনা হয়েছিল। কিন্তু দুরন্ত দুপুর ২টোর সময় দমদমে এসে দাঁড়ালেও সন্ধ্যে ৬টা পর্যন্ত সেখান থেকে আর একটুও এগোয়নি। প্রায় ৪ ঘণ্টার এই অপেক্ষায় অধৈর্য যাত্রীদের অধিকাংশই তাঁদের সঙ্গে থাকা ব্যাগ-স্যুটকেস নিয়ে ট্রেন থেকে নেমে দমদম স্টেশনের দিকে রওনা হন। 

শনিবার বিকানের থেকে শিয়ালদহে আসছিল এই দুরন্ত এক্সপ্রেস। সেই ট্রেনের শিয়ালদহে পৌঁছনোর কথা ছিল দুপুর ১টা ১৫ মিনিটে। কিন্তু সেটি দমদমেই পৌঁছয় ২টো নাগাদ। তার পর থেকে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় পর্যন্ত ওই ট্রেন ছাড়েনি।

এই ঘটনার জন্য পুরোপুরি রেলের অব্যবস্থা এবং পূর্ব পরিকল্পনার অভাবকেই দায়ী করছেন যাত্রীরা। শুক্রবার থেকে শিয়ালদহ স্টেশনে ‘কর্মযজ্ঞ’ চলছে। যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়বে, এই যুক্তিতে শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে বদল আনা হয়েছে রেল পরিষেবায়। বাতিল হয়েছে বহু ট্রেন। বিপর্যস্ত দূরপাল্লার রেল পরিষেবাও। সকালে সেই দুর্ভোগের শিকার হয় রাজধানী। দুপুরে হল দুরন্ত এক্সপ্রেস।

দুরন্ত, রাজধানীর মতো দেশের প্রথম শ্রেণির সুপারফাস্ট ট্রেনে, যেখানে যাত্রীস্বাচ্ছন্দ্য এবং দ্রুত গন্তব্যে পৌঁছনোর নিশ্চয়তা পেতে টিকিট কাটেন ট্রেনযাত্রীরা, সেই ট্রেনেই যাত্রীদের এই দুরবস্থা দেখে হতবাক সকলে। অব্যবস্থার জন্য সমালোচনার মুখে পড়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। সমালোচনা করেছেন খোদ রেলেরই প্রাক্তন কর্তা। তিনি বলেন, ‘‘শিয়ালদহে যে কাজ হচ্ছে তা পূর্বপরিকল্পিত। এই কাজের জন্য যে যাত্রীভোগান্তি হবে, তা জানা কথা। কিন্তু রাজধানীর মতো প্রেস্টিজিয়াস ট্রেনকে কেন এমন করা হল, বুঝতে পারলাম না।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2024:-রবিবার-মোদীর-শপথগ্রহণ-অনুষ্ঠানে-থাকছেন-সাত-রাষ্ট্রপ্রধান Read Next

Election 2024: রবিবার মোদীর শপথগ্...