You will be redirected to an external website

দ্বিতীয়বার মেয়েকে দেখেই আবেগপূর্ণ হয়ে অপ্রত্যাশিত প্রশ্ন করে উঠলেন কেষ্ট !

মেয়েকে দেখেই ভেঙে পড়লেন কেষ্ট ! সংগৃহীত ছবি

মেয়েকে দেখেই হাই হাই করে কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট। জানা গিয়েছে, গত শনিবার বাবা ও মেয়েকে দ্বিতীয়বারের জন্য দেখা করার অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ।কোনওমতে নিজের আবেগ সামলে অনুব্রত সুকন্যাকে বলেন, "তোর দিল্লি আশা উচিত হয়নি।" জবাবে সুকন্যা মণ্ডল বাবাকে বলেন, "বারবার নোটিশ পাঠাচ্ছিল আমায়। কী করব? বাধ্য হয়ে আসতে হয়েছে।" 

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত । ওই একই মামলায় গ্রেফতার হয়েছেন তাঁর কন্যাও। তিহার জেলে  দ্বিতীয়বার দেখা হল বাবা-মেয়ের। দেখা হল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত ও সুকন্যা মণ্ডলের। শনিবার দেখা হয় দুজনের, আধ ঘণ্টা মতো দেখা হয়। সূত্রের খবর, মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত। 'তোর দিল্লি আশা উচিত হয়নি', মেয়েকে বলেন অনুব্রত। তা শুনে বাবাকে মেয়ে সুকন্যা বলেন, 'বারবার নোটিস পাঠাচ্ছিল কি করব?'। কথা বলার সময়েই মেয়েকে আশ্বাস দেন অনুব্রত। সব ঠিক হয়ে যাবে, চিন্তা না করতে বলেন মেয়েকে। 'অ্যারেস্ট হওয়ার আগে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম,কাস্টডিতেও কথা বলতে চেয়েছিলাম,কিন্তু দেওয়া হয়নি', অনুব্রতকে বললেন সুকন্যা।

বাবা হয়ে মেয়েকে এই গ্রেফতারি  কিছুতেই মেনে নিতে পারছেন না অনুব্রত মণ্ডল। বারবার এ কথা প্রকাশ করেছেন তিনি। মেয়ে সুকন্যাকে যে কোনও উপায়ে বাঁচানোর কাতর আর্জি জানিয়েছেন কেষ্ট। আইনজীবী সম্পৃক্তা ঘোষালকে তাঁর অনুরোধ, "মেয়েকে বাঁচানোর জন্য যা করার করুন। কোনও কিছুর কথা ভাববেন না, চিন্তা করবেন না। যেটা প্রয়োজন সেটা করুন।" সুকন্যার আইনজীবী মাথা নিচু করে সম্মতি জানানোর পরে কিঞ্চিৎ আবেগাপ্লুত হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তাঁকে দেখা যায়, আইনজীবীপ দু'হাত ধরে আর্জি জানিয়ে বলছেন, "প্লিজ হেল্প।"

তিহাড় জেলে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন অনুব্রত মণ্ডল তিহাড় জেল সূত্রে খবর, আধ ঘণ্টার জন্য বাবা ও মেয়েকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। মেয়ে সুকন্যাকে  দেখেই আবগপ্রবণ হয়ে পড়েন গোরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল আদালত চত্বরেই হুইল চেয়ারে বসে দূর থেকে সেহগলকে উদ্দেশ করে অনুব্রত বলেন, "অ্যাই, আমার উকিলকে ডাক। "

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

কালবৈশাখীর দাপটে পারদ ন...