বুধবার গ্রেফতার হয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল
বুধবার গ্রেফতার হয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। এই দুর্নীতির তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে। ইডি-র দাবি, অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের মোট কুড়ি কোটি টাকা জমা পড়েছিল ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত।
ইডির পক্ষ থেকে সুব্রত বিশ্বাস নামে এক ব্যাঙ্ককর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছিল বিভিন্ন সময় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে টাকা নিয়ে গিয়েছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে চালকের হাত থেকেই টাকা পাঠাতেন। ৬ কোটি টাকা পাঠিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতে বলা হয়েছিল। সেগুলির মধ্যে ছিল একাধিক রাইস মিল এবং একাধিক কোম্পানির নামে অ্যাকাউন্ট।
জমা করা টাকা থেকেই সুকন্যা মণ্ডলের নামে তিন কোটি টাকা এফডি করা হয়েছিল। অনুব্রত-কন্যার নামে ২৬টি সম্পত্তি কেনা হয়েছিল, সেই সমস্ত সম্পত্তি ইডির নজরে আগে থেকেই ছিল। একাধিক সম্পত্তি কেনা হয়েছিল ভোলে বোম রাইস মিলের নামেও। এত টাকা কোথা থেকে এল, তার কোনও সদুত্তর জিজ্ঞাসাবাদ পর্বে সুকন্যা দিতে পারেননি বলে দাবি ইডি-র। এরপরই গ্রেফতার করা হয় সুকন্যা মণ্ডলকে।