হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে
শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় আদালতের নির্দেশে তিনি আপাতত দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন। সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। দুপুরে তাঁকে জেলের হাসপাতালেই ভর্তি করানো হয়।
গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত দীর্ঘ দিন আসানসোল জেলে ছিলেন। পরবর্তীতে ইডির আবেদনের ভিত্তিতে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু দিন জেল হেফাজতে থাকার পর, এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে তিনি তিহাড়ে রয়েছেন। গত শনিবার তিহাড় থেকে আসানসোল জেলে ফিরতে চেয়ে দিল্লির আদালতে আবেদনও করেছেন তাঁর আইনজীবী। আদালত এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।