You will be redirected to an external website

সুকন্যার গ্রেফতারে ক্ষুব্ধ অনুব্রত !

সুকন্যার--গ্রেফতারে--ক্ষুব্ধ-অনুব্রত-!

মেয়ের গ্রেফতারিতে মুখ খুললেন বাবা! ! সংগৃহীত ছবি

সোমবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হলে ৪ মে পর্যন্ত বাড়ল তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। এদিন সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত। '

আদালতে পেশের সময় অনুব্রত মণ্ডল বললেন, মেয়েকে গ্রেফতার করা অন্যায়। ওটা খুব বাহাদুরির কাজ হয়নি।’ গত সপ্তাহে ইডি-র হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। গরু পাচার মামলায়, দিল্লিতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর, ২ বার, ইডি-র হাজিরা এড়ান অনুব্রত কনটা সুকন্যা মণ্ডল। ইডি-সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তথ্য এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা। তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি। এর জন্যই তাঁকে গ্রেফতার করা হয়।

গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে এদিন আদালতে তোলা হয়। সেই সময় মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। মেয়েকে গ্রেফতার করা অন্যায় হয়েছে বলে মন্তব্য তাঁর। এদিন আদালতে তোলা হলে ৪ মে পর্যন্ত বাড়ল অনুব্রত মণ্ডলের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির হেফাজতের ১২ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মোদীকে-তোপ-অভিষেকের,-ক্ষোভ-বিজেপি-র-! Read Next

মোদীকে তোপ অভিষেকের, ক্ষ...