You will be redirected to an external website

'বিনা কারণে গরুপাচার মামলায় গ্রেফতার আমাদের নেতা'‌, ফের অনুব্রতর হয়ে সওয়াল ফিরহাদের!

'বিনা-কারণে-গরুপাচার-মামলায়-গ্রেফতার-আমাদের-নেতা'‌,-ফের-অনুব্রতর-হয়ে-সওয়াল-ফিরহাদের!

বিনা কারণেই গ্রেফতার করা হয়েছে অনুব্রতকে ! সংগৃহীত ছবি

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে গরুপাচারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, তিনি সরাসরি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন। অমিত শাহের মন্ত্রককে দোষারোপ করেছেন কলকাতার মেয়র।

 রবিবার বীরভূমের মাটিতে সভা করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। আর সেখানেই ফিরহাদ হাকিমের মুখে শোনা যায় অনুব্রত মণ্ডল এবং গরুপাচার প্রসঙ্গ। এখান থেকেই তিনি কেষ্টর পাশে দাঁড়ালেন। বীরভূমের সভা থেকে রবিবার দুপুরে ফিরহাদ বলেন, ‘আমাদের নেতাকে বিনা কারণে গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে।’‌ এদিন তিনি আরও বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে গরু আসে। চলে যায় বাংলাদেশে। সীমান্তে পাহারায় থাকে কেন্দ্রের বিএসএফ। এখানে মাঝখান থেকে তৃণমূল কংগ্রেসকে জুড়লে কী করে হবে? গরুপাচারের টাকা যায় উত্তরপ্রদেশ আর স্বরাষ্ট্রমন্ত্রকে। আমাদের নেতাকে বিনা কারণে গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে।’‌ আগেও অনুব্রতর হয়ে সওয়াল করে বলেছিলেন, ‘অনুব্রত মণ্ডল বাঘ। ওঁকে চিরকাল খাঁচায় আটকে রাখা যাবে না।’‌

প্রসঙ্গত, গত শুক্রবার বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এখানের এক নেতা গরুপাচারের জন্যই আজ তিহাড় জেলে বন্দি। এছাড়া ছিল শাসকদলকে আক্রমণ করে বহু কথা। এবার সেই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে গরুপাচারের জন্য পালটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, তিনি সরাসরি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

ফের-দুর্ভোগে-পড়তে-চলেছেন-ব্যান্ডেল-থেকে-শক্তিগড়ের-ট্রেনগামী-যাত্রীরা-! Read Next

ফের দুর্ভোগে পড়তে চলেছে�...

Related News