You will be redirected to an external website

Sukanya Mondal: ছ’সপ্তাহের জামিনের আর্জি জানালেন অনুব্রত কন্যা,১০ জুলাই মামলার ফের শুনানি হবে

Sukanya-Mondal:-ছ’সপ্তাহের-জামিনের-আর্জি-জানালেন-অনুব্রত-কন্যা,১০-জুলাই-মামলার-ফের-শুনানি-হবে

ছ’সপ্তাহের জামিনের আর্জি জানালেন অনুব্রত কন্যা

অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডল এ বার আদালতের দ্বারস্থ হয়ে জানালেন, তিনি মামলা লড়ার খরচ জোগাড় করতে পারছেন না। তিনি ও তাঁর বাবা অনুব্রত মণ্ডল দু’জনেই তিহাড় জেলে। মা আগেই মারা গিয়েছেন। বাড়িতে মামলা লড়ার টাকা জোগাড় করার মতো কেউ নেই। এই যুক্তি দিয়ে সুকন্যা ছ’সপ্তাহের জন্য জামিনের আর্জি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ছ’সপ্তাহের জন্য জামিন পেলে তিনি আইনজীবীদের ফি দেওয়ার অর্থ জোগাড় করতে পারবেন।

দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিংহ সুকন্যার এই আর্জির ভিত্তিতে ইডি-র বক্তব্য জানতে চেয়েছেন। ১০ জুলাই এই মামলার ফের শুনানি হবে। রাউস অ্যাভিনিউ কোর্টে বিচারক রঘুবীর সিংহের কাছে বারবার আর্জি জানিয়েও জামিন না পেয়ে অনুব্রত তাঁর মামলা অন্য বিচারকের বেঞ্চে সরানোর আর্জি জানিয়েছিলেন। দিল্লি হাই কোর্টে তিনি জামিনের আর্জি জানিয়েছেন। দু’টি মামলারই মঙ্গলবার শুনানি হবে।

সুকন্যাও এর আগে জামিনের আর্জি জানিয়েছিলেন। ইডি তখন জানিয়েছিল, সুকন্যা প্রভাবশালী। তিনি জামিনে মুক্তি পেলে তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন। ইডি-র জেরায় তিনি গরু পাচারের কিছুই জানতেন না বলে দাবি করলেও বাস্তবে তিনিই কালো টাকা সাদা করার কাজ দেখভাল করতেন। তাঁর নামে চালকল-সহ নানা সংস্থার মালিকানা ছিল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Saayoni-Ghosh:-বুধবার-ইডির-তলব,-মঙ্গলে-অভিনেত্রী-সায়নী-ফের-ভোটের-প্রচারে Read Next

Saayoni Ghosh: বুধবার ইডির তলব, মঙ...