You will be redirected to an external website

শিলিগুড়িতে অনুষ্ঠান করলেন অরিজিৎ সিংহ,কত কোটি টাকা নিলেন শিল্পী?

শিলিগুড়িতে-অনুষ্ঠান-করলেন-অরিজিৎ-সিংহ,কত-কোটি-টাকা-নিলেন-শিল্পী?

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট করলেন অরিজিৎ সিংহ

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট করলেন অরিজিৎ সিংহ। দেশবিদেশের নানা প্রান্তে অনুষ্ঠান করে কোটি কোটি টাকা পারিশ্রমিক পান গায়ক। এই মুহূর্তে দেশের সবোর্চ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক তিনি। তবু অতি সাধারণ তাঁর জীবনযাপন। কোনও কনভয় কিংবা গাড়ি-হেলিকপ্টার নয়, একেবারে ট্রেনে চেপেই শিলগুড়ি পৌঁছলেন গায়ক। প্রথম বার উত্তরবঙ্গে শো করলেন তিনি। সেই শো-টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। দাম ছিল আকাশছোঁয়া। কলকাতা থেকে অভিনেতা জয়জিৎ ছেলেকে নিয়ে গিয়েছিলেন তাঁর গান শুনতে। কিন্তু জানেন কি, এই শোয়ের জন্য কত টাকা নিলেন অরিজিৎ?

মাথায় নীল পাগড়ি, পরনে নীল সাদা জ্যাকেট, সঙ্গে মানানসই প্যান্ট-শার্ট, হাতে গিটার। প্রায় ১৪,০০০ দর্শকের সামনের একের পর এক গান গাইলেন তিনি। যার মধ্যে ছিল পুরনো বাংলা গান। এ ছাড়াও ছিল গায়কের নিজস্ব গান, যেমন ‘দেবা দেবা’, ‘রাবতা’র মতো হিট নম্বরগুলি।

যে শোয়ের জন্য এত মাস ধরে অপেক্ষায় ছিলেন উত্তরবঙ্গের মানুষ, সেই শোয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। তবে এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ নিজের জন্য নয়, অরিজিৎ খরচ করবেন সমাজসেবায়। প্রাপ্ত অর্থের গোটাটাই তিনি খরচ করছেন শিশুদের হাসপাতাল, দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসা, গানের স্কুল, খেলার মাঠ নির্মাণে। নিজের ভিটেমাটি জিয়াগঞ্জেই গড়ে তুলেছেন এই সব। যদিও ইতিমধ্যেই খেলার মাঠের উদ্বোধন করে ফেলেছেন। আসলে এতটাই মাটির মানুষ তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রাস্তায়-নেমে-হাঁটু-সমান-জলের-কবলে-পড়ে-দুর্ভোগ-শিলচর-শহরবাসীদের Read Next

রাস্তায় নেমে হাঁটু সমান ...