You will be redirected to an external website

‘গ্রামের ছেলে অরিজিৎ, গ্রামের জন্য কিছু করতে চায়’, হাসপাতাল তৈরিতে সাহায্যের আশ্বাস মমতা

‘গ্রামের-ছেলে-অরিজিৎ,-গ্রামের-জন্য-কিছু-করতে-চায়’,-হাসপাতাল-তৈরিতে-সাহায্যের-আশ্বাস-মমতা

জঙ্গীপুরে হাসপাতাল করছে অরিজিৎ সিং

গঙ্গা ভাঙন থেকে শুরু করে কালিয়াগঞ্জকাণ্ড, একাধিক ইস্যুতে এদিন কথা বলকে দেখা যায় তাঁকে। পাশাপাশি ৭৪ কোটি ৭২ লক্ষ টাকার ২৪ টি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। একইসঙ্গে এই জেলাতেই  ৫৩ কোটি টাকা ব্যয়ে ৫৬ টি প্রকল্পের শিলান্যাসও হয় তাঁর হাতে। প্রশাসনিক বৈঠকের মাঝেই আচমকা বাংলা তথা দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মমতাকে। টেনে আনেন জঙ্গিপুরে তাঁর হাসপাতাল তৈরির  প্রসঙ্গ।

মমতা বলেন, “জঙ্গীপুরে হাসপাতাল করছে অরিজিৎ সিং। ও থাকে জিয়াগঞ্জে। কিন্তু জঙ্গীপুরে হাসপাতাল করছে। খুব ভাল উদ্যোগ। জঙ্গীপুরে একটা হাসপাতাল অবশ্য রয়েছে। তা-ও অরিজিৎ হাসপাতাল তৈরি করলে মানুষের সুবিধাই হবে।” অরিজিতের পাশে থাকার জন্য মঞ্চ থেকেই রাজ্য ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশও দেন মমতা। তিনি আরও বলেন, ‘‘গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়। গ্রামকে খুব ভালবাসে ও। গ্রামের জন্য একটা হাসপাতাল তৈরি করতে চায় ও। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি।’’ এরপরই তিনি বলেন, ‘‘আমি প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে হবে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কবে-ঘূর্ণিঝড়ে-পরিণত-হতে-পারে-মোকা?জানাল-হাওয়া-অফিস Read Next

কবে ঘূর্ণিঝড়ে পরিণত হত...