You will be redirected to an external website

প্রশাসন কে নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন অর্জুন সিং !

দিদির কথাতেই প্রতিবাদ করেন অর্জুন সিং ! সংগৃহীত ছবি

“আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতে শিখিয়েছেন। আমি নাটক করি কি না, তা জনগন জবাব দেবে। আমি দিদির সঙ্গে ছিলাম,আছি এবং থাকব।“ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুরের সাংসদ অর্জুন সিং এই মন্তব্য করে ফের বিজেপি-তে ফেরার জল্পনায় আপাতত জল ঢাললেন।

ব্যারাকপুরে সোনার দোকানে বুধবার সন্ধ্যায় গুলি করে খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং। শুধু তাই নয়, রাজনৈতিক নেতাদের সঙ্গে পুলিশের আঁতাতের কথাও বলতে শোনা গিয়েছিল তাঁকে। সাধারণ মানুষ যদি ন্যূনতম নিরাপত্তা না পান, তাহলে তাঁরও নিরাপত্তার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক আলোড়ণ শুরু হয়।

বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবারও পুলিশের বিরুদ্ধে মুখর ছিলেন অর্জুনবাবু। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনাতেও পুলিশ প্রশাসনের গাফিলতি আছে বলে মন্তব্য করেন। অর্জুন সিং বলেন, যে ভাবে আক্রমণ হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এক শ্রেনির পুলিশ প্রশাসনের গাফিলতি আছে। এটা আমাদের কাছে লজ্জা। আমাদের দলের সম্পাদক আক্রান্ত হচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।

উল্লেখ্য, বারাকপুরের ব্যাপারে অর্জুন সিং যা বলছেন, তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সৌগত রায়। শুক্রবার সৌগতবাবু সংবাদমাধ্যমে বলেন, অর্জুন যা করছেন ভাল করছেন না। এগুলো দলের ভিতরেই বলা যেত। ও চলে গিয়েছিল। অভিষেক আবার দলে নিয়ে আসে। ও ঠিক করছে না।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ফোঁস শব্দ ঘুরে তাকাতেই চ...