You will be redirected to an external website

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের,এমনই দাবি করলেন পার্থ

পার্থ-চট্টোপাধ্যায়ের-সঙ্গে-ব্যবসায়িক-সম্পর্ক-ছিল-অর্পিতা-মুখোপাধ্যায়ের,এমনই-দাবি-করলেন-পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। দু’জনের মধ্যে ছিল কাকা-ভাইঝির মতো সম্পর্ক। আদালতে এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থের আইনজীবী।

মঙ্গলবার পার্থের জামিনের মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানি চলাকালীন পার্থের আইনজীবী আদালতে জানান, এমনটা নয় যে অর্পিতাকে চিনতেন না তাঁর মক্কেল। ব্যবসায়িক সূত্রেই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু এর বাইরে অর্পিতা কী করেন, তা তাঁর মক্কেলের জানা ছিল না। 

পার্থের আইনজীবী আদালতে এ-ও জানিয়েছেন, অর্পিতার বাড়ি এবং অন্যান্য সংস্থা থেকে যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা নিজের বলে দাবি করেননি তাঁর মক্কেল। ভবিষ্যতেও করবেন না। ‘অপা’ নামে যে দু’টি সম্পত্তি নিয়ে এত অভিযোগ, তা-ও পার্থ শিক্ষামন্ত্রী হওয়ার আগে কেনা বলেই আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী।

এর পর পার্থ এবং অর্পিতার সম্পর্ক স্পষ্ট করতে বলেন বিচারপতি ঘোষ। পার্থের আইনজীবী জানান, দু’জনের মধ্যে কাকা-ভাইঝির সম্পর্ক ছিল। অর্পিতার জীবন বিমার কাগজপত্রেও তেমনটা লেখা রয়েছে বলে পার্থের আইনজীবী আদালতে উল্লেখ করেছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-মঙ্গলবার-বৃষ্টিতে-ভিজতে-পারে-একাধিক-জেলা,বৃষ্টির-সম্ভাবনা-রয়েছে-রাজ্যের-একাধিক-জেলায় Read Next

Weather : মঙ্গলবার বৃষ্টিতে ভ...