You will be redirected to an external website

১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! ‘এত টাকা কার’? উত্তরই দিলেন না অর্পিতা

১০-মাস-পর-জেলের-বাইরে-অর্পিতা!-‘এত-টাকা-কার’?-উত্তরই-দিলেন-না-অর্পিতা

১০ মাস পর জেলের বাইরে অর্পিতা

গত বছর ২৩ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। সেই একই দিনে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়ও। তারপর কেটে গিয়েছে ১০ মাসেরও বেশি সময়। এই ১০ মাসে অনেকবার অর্পিতাকে আদালতে তোলা হয়েছে। কিন্তু তাঁর পক্ষ থেকে কোনওবার জামিনের আবেদন করা হয়নি। বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। কিন্তু তারপর থেকে ভার্চুয়াল শুনানি হলেও সশরীরে তাঁকে আদালতে তোলা হয়নি। অবশেষে সোমবার তাঁকে তোলা হয় আদালতে। সেখানে আপাদমস্তক ঢেকে আদালতে প্রবেশ করতে দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত, আদালত চত্বরে প্রবেশ করতেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখিও হন অর্পিতা। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কার? প্রশ্ন করা হয় অর্পিতাকে। যদিও এই প্রশ্ন শুনে অতীতে অনেক জবাব দিলেও সোমবার চুপ থাকলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা। কোনও দিকে না তাকিয়েই হনহন করে ভিতরে চলে যান তিনি। এর আগে আদালত চত্বরে এসে তাঁকে বার বার বলতে শোনা গিয়েছিল, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁকে ‘ফাঁসানো’ হচ্ছে বলেও মন্তব্য করেন অর্পিতা। তিনি এ-ও বলেছিলেন, ‘‘আপনার কি মনে হয় না, একজন মহিলাকে আটকে রেখে তাঁর সামাজিক স্টেটাস  নষ্ট হচ্ছে? আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে। আমার মা অসুস্থ। তাঁর পাশে থাকতে হবে।’’ তবে সোমবার কোনও উত্তর না দিয়েই আদালতে ঢুকে গেলেন অর্পিতা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

৭৫-টাকার-মুদ্রা-হাতে-পেতে-চান?-কী-ভাবে-সংগ্রহ-করবেন? Read Next

৭৫ টাকার মুদ্রা হাতে পেত...