মোদী বিরোধী পোস্টারে ছয়লাপ দিল্লি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল রাজধানী দিল্লি। খবর পেয়েই তড়িঘড়ি মাঠে নামে পুলিশ। শহরের নানা প্রান্ত থেকে অন্তত ২০০০ পোস্টার সরিয়ে ফেলেছে তারা। সেই সঙ্গে এই পোস্টার সংক্রান্ত ঘটনায় শুরু হয়েছে ধরপাকড়ও।
এখনও পর্যন্ত রাজধানীতে মোদী বিরোধী পোস্টার তৈরির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১০০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে চলছে তল্লাশি। পুলিশ যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে রয়েছেন দু’টি ছাপাখানার মালিকও। তাঁদের সংস্থা থেকেই ওই বিতর্কিত পোস্টার ছাপা হয়েছিল বলে অভিযোগ।
দিল্লি পুলিশ জানিয়েছে, শহরের অলিগলিতে নানা ‘আপত্তিকর পোস্টার’ সেঁটে দেওয়া হয়েছিল। সেগুলির মধ্যে অধিকাংশেই ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। ‘‘মোদী হঠাও দেশ বাঁচাও’’-এর মতো বাক্য লেখা ছিল ওই পোস্টারগুলিতে। তাই সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে।