You will be redirected to an external website

Vande Bharat: বন্দে ভারতের খাবারে আরশোলা,ক্ষমা চেয়ে পদক্ষেপ রেলের

Vande-Bharat:-বন্দে-ভারতের-খাবারে-আরশোলা,ক্ষমা-চেয়ে-পদক্ষেপ-রেলের

বন্দে ভারতের খাবারে আরশোলা

বহু কোটি কোটি খরচ করে ‘স্বপ্নের ট্রেন’ বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস চালু করেছে কেন্দ্র। কিন্তু জন্মক্ষণ থেকেই বহু বিতর্কের মুখে পড়েছে সেই ট্রেন। এ বার বিতর্ক তৈরি হল বন্দে ভারতের খাবারের গুণমান নিয়ে। বন্দে ভারত ট্রেনের খাবারের মধ্যে আরশোলা থাকার অভিযোগ তুললেন এক যাত্রী।

সুবোধ পহলাজন নামে ওই যাত্রী গত ২৪ জুলাই ভোপাল-দিল্লি রুটের বন্দে ভারতে গোয়ালিয়র পর্যন্ত ভ্রমণ করছিলেন। তাঁর অভিযোগ, ট্রেনের মধ্যে তাঁকে যে খাবার দেওয়া হয়েছিল, তাতে আরশোলা ছিল। টুইটারে সেই খাবারের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন সুবোধ।

ছবিগুলিতে দেখা যাচ্ছে, ট্রেনের মধ্যে যে পরোটা খেতে দেওয়া হয়েছে, তার মধ্যে মরা আরশোলা পড়ে রয়েছে। সুবোধ টুইটারে লেখেন, ‘‘বন্দে ভারতে যাত্রার সময় আমাকে যে খাবার দেওয়া হয়েছিল, তাতে আরশোলা রয়েছে।’’ সুবোধের শেয়ার করা ছবি প্রকাশ্যে আসতেই টুইটার ব্যবহারকারীদের প্রশ্নের মুখে পড়ে ভারতীয় রেল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Weather:-শক্তিশালী-নিম্নচাপ,ঝড়-বৃষ্টি-বজ্রপাতের-তাণ্ডব!-ভারী-বৃষ্টির-আশঙ্কা-রাজ্যে-রাজ্যে Read Next

Weather: শক্তিশালী নিম্নচাপ,ঝ...

Related News