You will be redirected to an external website

Delhi Air Pollution: চলতি মাসেই কৃত্রিম বৃষ্টির চিন্তাভাবনা রাজধানীতে

Delhi-Air-Pollution:-চলতি-মাসেই-কৃত্রিম-বৃষ্টির-চিন্তাভাবনা-রাজধানীতে

চলতি মাসেই কৃত্রিম বৃষ্টির চিন্তাভাবনা রাজধানীতে

রাজধানী দিল্লি আর তার সংলগ্ন এলাকাগুলির দূষণ মাত্রা আজও ফের ‘মারাত্মক’ (সিভিয়ার) পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে নভেম্বরেই অরবিন্দ কেজরীওয়াল সরকার দিল্লিতে কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর চিন্তাভাবনা শুরু করেছে বলে আজ জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। বিষয়টি নিয়ে আইআইটি কানপুরের বিজ্ঞানীদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছেন বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞানীরা তাঁকে জানান, বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে তবেই এই কৃত্রিম বৃষ্টি করানো সম্ভব। আবহবিদদের যুক্তি, আগামী ২০-২১ নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। তাই চলতি মাসের শেষেই তা করা সম্ভব হতে পারে।

গত কাল দিল্লি, গুরুগ্রাম, নয়ডার মতো শহরের বাতাসে দূষণের পরিস্থিতির সামান্য উন্নতি  হয়েছিল। কিন্তু আজ সকাল থেকেই দিল্লির বেশ কয়েকটি এলাকার দূষণমাত্রা মারাত্মক (সিভিয়ার) পর্যায়ে পৌঁছেছে। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিল্লির ব্যস্ত কনট প্লেস এলাকায় বন্ধ থাকা স্মগ টাওয়ার আজ থেকে ফের চালু করা হয়েছে।

আজ রাজধানীর স্কুলগুলিতে শীতের ছুটিও এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকায় গত কয়েক দিন ধরে একেবারে নিচু থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছিল কেজরীওয়াল সরকার। আজ জানানো হয়েছে, আগামী কাল থেকে ১৮ নভেম্বর পর্যন্ত স্কুলগুলিতে আগাম শীতের ছুটি দেওয়া হচ্ছে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে শিশুরা যে ছুটি পেয়ে থাকে এটি সেই ছুটিরই অংশ। পরে শীতের ছুটির সময়ে দিন কমিয়ে দেওয়া হবে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Delhi-air-quality:-দিল্লিতে-রাতভর-আচমকা-বৃষ্টি,বৃষ্টিতে-সামান্য-স্বস্তি-রাজধানীতে Read Next

Delhi air quality: দিল্লিতে রাতভর আ...